ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সাংবাদিককে বিএনপি নেত্রীর গালমন্দ ও হুমকি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১০:৩৮ এএম
পটুয়াখালী জেলা বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা সীমা। ছবি- সংগৃহীত

পটুয়াখালীতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান তনুকে অকথ্য ভাষায় গালমন্দ ও বেঁধে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা সীমার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজও হাতে এসেছে।

সাংবাদিক রাকিবুল হাসান তনুর অভিযোগ, শহরের একটি ছেলের বাসায় এক তরুণী অবস্থান নিলে তিনি তরুণীর বাবাকে ফোন করে বিষয়টি জানতে চান।

এ ঘটনায় কেউ অভিযুক্ত নারী নেত্রীর কাছে বিচার দিলে তিনি ক্ষিপ্ত হয়। আমাকে দেখেই খুবই নোংরা ভাষায় গালমন্দ করে এবং বেঁধে পেটানোর হুমকি দেন। 

পটুয়াখালী জেলা মহিলা বিএনপির সভাপতি আফরোজা সীমা বলেন, সে সম্পর্কে আমার নাতিজামাই। পারিবারিক একটি ইস্যুতে ওসব কথা হয়েছে ৷ এখানে অন্য কোনো বিষয় নেই বলে দাবি করেন তিনি।

তবে, পারিবারিক কোনো সম্পর্ক নেই বলেও জানায় সাংবাদিক রাকিবুল হাসান তনু।