পটুয়াখালীর দশমিনা উপজেলায় চাঁদাবাজির মামলায় আকবর আলী খান ও নজরুল খান নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দশমিনা সদর প্রাণিসম্পদ অফিসের সামনের একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, দশমিনা সদর ইউনিয়নের প্রাণিসম্পদ অফিসসংলগ্ন সড়কের দক্ষিণ পাশে মো. জাকির হোসেন খান তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে বসতঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় আকবর আলী খান ওই জমি নিজের দাবি করে জাকির হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ঘর নির্মাণে বাধা দেওয়ার হুমকি দেন এবং কারো কাজ করতে এলে ‘রক্তের বন্যা বইয়ে দেওয়ার’ হুমকি দেন বলেও অভিযোগ উঠে।
বৃহস্পতিবার দুপুরে জাকির হোসেন কাজ শুরু করলে আকবর, নজরুল, সুজনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে নির্মাণসামগ্রী লুটপাট করে এবং অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।
এ ঘটনায় জাকির হোসেন খান বাদী হয়ে দশমিনা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ আকবর আলী ও নজরুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা লাল মিয়া বলেন, ‘আকবর, নজরুল ও সুজন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, এখন বিএনপির লেবাস পরে একইভাবে অপকর্ম চালাচ্ছে। দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
ভুক্তভোগী জাকির হোসেন বলেন, ‘আকবর আলী আমাকে আমার নিজের জমিতে ঘর তুলতে দিচ্ছে না। সালিশি করতেও অর্ধ লক্ষাধিক টাকা খরচ করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। অবশেষে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’
দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ‘আকবর আলী, নজরুল খান এবং সুজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন