ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

মা-ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন বড় ভাই

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৪:৪৪ পিএম
হাসপাতালের বেডে মা আলেয়া বেগম ও সাইফুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে মা আলেয়া বেগম (৬৮) ও ভাই সাইফুল ইসলামকে (২৮) পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন বড় ভাই কামরুল ইসলাম (৪৫)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আলেয়া বেগম ও সাইফুল ইসলাম বর্তমানে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর গ্রামের মৃত আইউব আলী হাওলাদারের ছেলে সাইফুল ও কামরুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জমিতে বীজ রোপণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামরুল কাঠ দিয়ে ছোট ভাই সাইফুলকে পিটাতে থাকেন। এ সময় মা আলেয়া বেগম ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়।

আলেয়া বেগম বলেন, ‘বড় ছেলে আমাকে এবং ছোট ছেলেকে কাঠ দিয়ে মেরেছে। এতে ছোট ছেলের একটি আঙুল ভেঙে গেছে। বড় ছেলে ছোট ভাইকে জমি দিতে চায় না। এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার মেয়ে ফোন রিসিভ করে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, ‘অনেকদিন ধরে জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। আমরা মীমাংসার জন্য বহুবার ডেকেছি, কিন্তু তারা আসেনি। বীজ রোপণকে কেন্দ্র করে ছোট ভাই ও মাকে বড় ভাই মারধর করেছে বলে শুনেছি। আগে চিকিৎসা নিয়ে আসুক, তারপর ব্যবস্থা দেখা হবে।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’