বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতেই এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
জেলা বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর রাতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পরদিন, ৩ সেপ্টেম্বর (বুধবার), সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তৎকালীন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।