রাজবাড়ীর বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনের সময় ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ছদ্মবেশে এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, দলিল লেখকদের কাছে জমি রেজিস্ট্রেশনের খরচ সম্পর্কে জানতে চাইলে তারা সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ দাবি করেন। অভিযানের সময় দুদক দল অতিরিক্ত অর্থ দাবিকারীদের নামের তালিকা প্রস্তুত করে এবং সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করে।
অভিযান চলাকালে অফিসে সেবার মান উন্নয়নের জন্য সিটিজেন চার্টার স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সেবা প্রদানের সময় হয়রানি ও ঘুষ দাবির প্রমাণ সংগ্রহ করা হয়।
দুদক সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।’
দুদক জানায়, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে শিগগিরই কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন