রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. সোহেল (২৪) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ভ্যানচালক সোহেল পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামের লিলতাব হোসেনের ছেলে।
লিলতাব হোসেন জানান, মঙ্গলবার সোহেল সারা দিন ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়ি যান। রাতের খাবার পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারে যান। রাত সাড়ে ৯টায় তাকে ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওই রাতে সোহেল আর বাড়ি ফেরেননি।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তিনি বলেন, সোহেলের গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে ‘হত্যা’ করা হয়েছে।
ওসি কবির হোসেন আরও জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।