ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

লাকসামে ইউএনও’র বদলি প্রত্যাহারে মানববন্ধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:১২ পিএম
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি- রূপালী বাংলাদেশ

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে লাকসাম উপজেলা ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ ছাড়া ছাত্র-জনতা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় সমাবেশে যোগ দেয়।

এ সময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বহু সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, লাকসামের ইতিহাসে এর আগে এমন জনবান্ধব ইউএনও আসেননি। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বদলি ষড়যন্ত্রমূলক এবং অযৌক্তিক।

তারা দ্রুত এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।

এদিকে আন্দোলনরত ছাত্র-জনতা ঘোষণা দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।