ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে হঠাৎ দুদকের অভিযান

সিলেট ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:০১ পিএম
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে দুদক। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাসপাতালের ভয়াবহ অনিয়মের চিত্র উন্মোচিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার, ওয়াশরুম এবং দাপ্তরিক নথিপত্র খতিয়ে দেখা হয়। প্রাথমিক তদন্তে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পান দুদক কর্মকর্তারা।

উন্মোচিত অনিয়মগুলোর মধ্যে রয়েছে: হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও পরিচ্ছন্নতায় চরম অবহেলা, আউটসোর্সিং প্রক্রিয়ায় অনিয়ম, যা আর্থিক দুর্নীতির ইঙ্গিত দেয়, ২৬২ জন কর্মচারীর বেতন টানা তিন মাস ধরে বন্ধ, যা মানবিক সংকট তৈরি করেছে, রোগীদের নির্ধারিত মেনুর চেয়ে কম পরিমাণে খাবার সরবরাহ, হাসপাতালের ভেতরের ওষুধ বাইরের ফার্মেসিতে বিক্রির অভিযোগ, রোগীদের প্রয়োজনীয় ওষুধ নিয়মিতভাবে না দেওয়া এবং অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে মাসে অতিরিক্ত ১,৮০০ টাকা আদায়ের প্রমাণ।

দুদক জানায়, অভিযানে পাওয়া এসব অনিয়মের তথ্য ও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাইবাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুপারিশ পাঠানো হবে।

প্রতিদিন গড়ে ১,৫০০ জনের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন ৫০০ শয্যার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এত বড় একটি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। রোগী ও স্বজনদের অভিযোগের ভিত্তিতেই দুদক এই অভিযান পরিচালনা করে।

রোগী ও স্বজনদের অনেকেই দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই অভিযানের মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া বার্তা যাবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।