নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) আবার চালু হয়েছে। গণবিক্ষোভ শেষ হওয়ার এক দিন পর বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এ বিমানবন্দর চালু হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজ আদান-প্রদানের বিভিন্ন সাইট বন্ধ করে দেওয়া ও দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে জেন-জি তরুণরা রাজপথে নামেন। বিক্ষোভ চলাকালে গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। দুই দিনের তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
দ্য হিমালয়ান টাইমসের এক খবরে বলা হয়, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হওয়ার পর নেপালের বুদ্ধ এয়ার ঘোষণা করেছে, তারা আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে তাদের নিয়মিত ফ্লাইট পরিষেবা আবার চালু করবে।
এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, যাত্রীরা এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অন্যান্য অনলাইন পোর্টাল এবং ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। কাঠমান্ডু উপত্যকায় ক্রমবর্ধমান অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দুই দিন বন্ধ থাকার পর এই ঘোষণা এলো।