রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাব আলীর ছেলে মো. জুয়েল (৩৫)।
ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার পীরগাছা (আবাসন) এলাকায়। ভুক্তভোগী নারী (২৮) ওই এলাকার ভ্যানচালকের স্ত্রী।
থানার তথ্য অনুযায়ী, ঘটনার রাতে ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন স্বামী। তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান, তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করছেন প্রতিবেশী জুয়েল। এ সময় তার উপস্থিতি টের পেয়ে জুয়েল উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে কিছু লোক বিষয়টি গোপনে মীমাংসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগী ও তার স্বামী আপস করতে রাজি হননি।
পরদিন (০৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই নারী পুঠিয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
পুঠিয়া থানার ওসি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন