সাতক্ষীরা মধু আহরনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে সোমবার দুপুরে বুড়িগোয়ালিনি ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ.জেড.এম হাসানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন, মধু গবেষক মইনুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মৌয়াল আব্দুল হাকিম গাজী ও আবু মুসা প্রমুখ। এতে বিজিবি, কোস্টগার্ড, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, সমাজসেবক, সাংবাদিক ও মৌয়ালরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে গত পহেলা এপ্রিল থেকে আজ পর্যন্ত ৩৭ টা মধুর পাশ সংগ্রহ করেছে মৌয়ালরা। আগামী ৩০ জুন পর্যন্ত মৌয়ালরা সুন্দরবনের ভিতরে মধু সংগ্রহ করতে পারবেন।
চলতি বছর ১ হাজার ৫০০ কুইন্টাল মধু এবং ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
আর গত বছর ১ হাজার ৫০০ কুইন্টাল মধু ও সাড়ে ৪’শ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয় প্রায় ৩০ লক্ষ টাকা।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন