সাতক্ষীরার সদর উপজেলায় দ্রুতগতির একটি পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার দহাকুলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান আলী (৫৬) আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে সুলতান আলী ভ্যানে যাত্রী নিয়ে আশাশুনি থেকে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। দহাকুলা মোড়ে পৌঁছালে আশাশুনির দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ওই সময় পিকআপটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পিকআপটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইনস্পেক্টর নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করেন।