সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের সঙ্গে সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন ইউএনও দীপা রানী সরকার। তিনি তালা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবায় অংশীদারিত্বমূলক কার্যক্রমে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। সভায় অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তব্যে বক্তারা তালা উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা, কৃষি, শিক্ষা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ইস্যুতে দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদেরও অংশ নিয়ে তরুণদের উদ্বেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।