ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীও নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৮:৫৫ পিএম
নিহত মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজী (৩৮)। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার তালা উপজেলায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে আজ রোববার (২০ জুলাই) বিকেলে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন হত্যাকারী যুবকও।

নিহত মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজী (৩৮) পাশের হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। তিনি শাহাপুর দাখিল মাদ্রাসার সামনেই এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।

হামলাকারী রাজু গাজী (৩৬) একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে। স্থানীয়দের মতে, রাজু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, ‘বিকেল সাড়ে ৪টার দিকে রাজু গাজী শিক্ষক শরিফুলকে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ডেকে আনেন।

ডেকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক শরিফুলকে উপর্যুপরি কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং রাজুকে আটক করেন। মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়, যার ফলস্বরূপ ঘটনাস্থলেই রাজুরও মৃত্যু হয়।

খবর পেয়ে তালা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তালা থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, ‘দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তদন্ত চলছে।’