ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসাদের মধ্যে চারজন নারী, পাঁচজন শিশু ও ছয়জন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) রাতে ৫৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারতের কুমারীপাড়া ক্যাম্পের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের টহল টিম ওই ১৫ বাংলাদেশিকে আটক করে। পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবিকে ফেরত নেওয়ার অনুরোধ জানায়। যাচাই-বাছাই শেষে খোসালপুর বিওপি সীমান্তের ৬০/৮৭ নম্বর পিলারের কাছে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।’