ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

মানহানির মামলায় অভিনেত্রী মিনু মুনির গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০২:৪৫ এএম
মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিনু মুনি। ছবি- সংগৃহীত

মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিনু মুনির (৪৫) অশ্লীল ও মানহানিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১ জুলাই) কোচি সিটি সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর দ্য হিন্দু ও মিন্ট-এর।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, অভিনেতা ও পরিচালক বালাচন্দ্র মেননের দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার হয়। মিনুর বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বালাচন্দ্র মেননের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবমাননাকর পোস্ট ও অশ্লীল মন্তব্য করে আসছিলেন।

এর আগে কেরালা হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী তিনি সাইবার ক্রাইম থানায় আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিনু ক্রমাগত পরিচালক বালাচন্দ্র মেননের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করতেন, তার ছবি এবং অশ্লীল মন্তব্য পোস্ট করতেন। দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি গত বছরের ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পরিচালককে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।