ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শরীয়তপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৫:১৫ এএম
আটক মাদক ব্যবসায়ী মো. চান মিয়া। ছবি- ‍রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরায় বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ মো. চান মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মালমগীর ও রামকৃষ্ণ দাসের তৎপরতায় এ অভিযান পরিচালিত হয়।

আটক চান মিয়া মৃত ইসমাইলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, জাজিরা উপজেলায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং অন্য যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদেরও শিগগির আইনের আওতায় আনা হবে।’