ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

শেরপুরে অনুমোদনহীন দুই বেকারিকে ৩৫ হাজার জরিমানা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১১:৩৫ পিএম
শেরপুরে বেকারিতে রুহানী কেক গ্যালারী এবং মোবারকপুর এলাকার অভিজাত বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি বেকারিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে শহরের নওহাটা এলাকার রুহানী কেক গ্যালারী এবং মোবারকপুর এলাকার অভিজাত বেকারিতে এ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি, বাটারবন, টোস্ট, নিমকিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করে আসছিল।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এ ছাড়া শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধভাবে পরিচালিত এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন শিল্প-কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।