শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক বৃদ্ধাকে জীবন্ত মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী খলিলুর রহমানের (৮০) বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকা ও সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন ওই এলাকার খলিলুর রহমানের স্ত্রী খোশেদা বেগম (৭০)।
ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান তার অসুস্থ স্ত্রীকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে এসে আগে থেকে খোড়া গর্তে রেখে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছেন। বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি।
স্থানীয়দের ভাষ্যমতে, খোশেদা বেগম দীর্ঘদিন পক্ষাঘাতজনিত কারণে শয্যাশায়ী। স্বামী খলিলুর রহমান তাকে সঠিক চিকিৎসা বা সেবা না দিয়ে রাগ ও হতাশায় এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন।
ঘটনাটি ওই দম্পতির নাতি খোকন (১৯) ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়।
প্রতিবেশীরা জানান, খলিলুর রহমান সাধারণত শান্ত প্রকৃতির মানুষ হলেও স্ত্রীর দীর্ঘ অসুস্থতার কারণে মানসিক চাপের শিকার।
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ‘ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি সামাজিকভাবে সমাধান হয়েছে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘ভিডিওটি দেখেছি, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’