ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সুশীল প্রতিনিধিদের সঙ্গে ইসির নির্বাচনি সংলাপ শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৯:৪৪ এএম
নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) শুরু করতে যাচ্ছে ধারাবাহিক নির্বাচনি সংলাপ।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সংলাপ শুরু হবে, যা অনুষ্ঠিত হবে ইসির নিজস্ব কার্যালয়ে।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, প্রথম দিনে দুই ধাপে সংলাপ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম ধাপে অংশ নেবেন সুশীল সমাজের ২৬ জন প্রতিনিধি। দ্বিতীয় ধাপে, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবেন ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদ।

সংলাপটি সরাসরি সম্প্রচার করা হবে ইসির অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।

ইসি সূত্র আরও জানায়, আগামী অক্টোবর মাসে পূজার ছুটি শেষে নারী নেত্রী, JULY যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও পৃথকভাবে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।