ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

অনলাইন জুয়া খেলতে গিয়ে পুলিশের জালে ৩ যুবক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:৫৭ পিএম
নালিতাবাড়ীতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন যুবক আটক। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে ওই তিন জনকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পৌর শহরের শহীদ মিনার এলাকা ও কোন্নঘর দুংগারপাড় বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ কোন্নঘর গ্রামের মৃত শামসুল হকের ছেলে হযরত আলী, পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকার শ্রী প্রদীপ কুমার দাসের ছেলে সজিব দাস এবং সন্যাসিভিটা এলাকার ইসমাইল হোসেনের ছেলে সজিব মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক এক জুয়ার প্ল্যাটফর্মে ফুটবল ও ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরার সময় তাদের আটক করা হয়। তাদের প্রত্যেকেরই ওই প্ল্যাটফর্মে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে।

রোববার দুপুরে ওই তিন জনকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।