শেরপুরের নকলায় মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় গর্ভবতী, প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণের জন্য ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক ও উপজেলা সমন্বয়কারী বিপুল দে, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর শাহনাজ পারভীন, সংরক্ষিত ইউপি সদস্য সালেহা বেগম ও সুলতানা আক্তার সম্পা, ইউপি সদস্য ওবায়দুল হক প্রমুখ।
বক্তারা গর্ভবতী, প্রসূতি ও শিশু-কিশোরদের যত্ন এবং ইপিআই টিকা নিশ্চিতকরণের জন্য করণীয় বিষয়ে এবং প্রকল্পটির লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল রাজ্জাক জানান, ‘প্রকল্পের মূল লক্ষ্য হলো জনসম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, কর্ম এলাকায় মা ও সন্তানের জন্য সহজলভ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবা পাওয়া, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ দেওয়া, শিশু ও নবজাতকের নিয়মিত টিকাদান কার্যক্রমকে উৎসাহিত করা এবং শিশু, মা ও অভিভাবকদের পুষ্টি, পরিচর্যা ও যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। এ ছাড়া স্বাস্থ্য ঝুঁকি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পর্যায়ের সাথে জনগণের সংযোগ স্থাপন করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।’
উপজেলা সমন্বয়কারী বিপুল দে জানান, ‘এই প্রকল্পে অংশীদারগণ হলেন উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী, অভিভাবক ও গর্ভবতী নারী।’
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল হালিম, স্বাস্থ্য সহকারী মো. রেজাউল করিম, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মনজুরুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম বাবু, আদম শফিক, হামিদুল ইসলাম ও মাফিজুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম মাহাবুর রহমান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও ইউনিয়নের বিভিন্ন এলাকার গর্ভবতী নারীসহ প্রকল্পের সাথে সম্পৃক্ত অংশীদারগণ উপস্থিত ছিলেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন