ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মাদক সম্রাট মাজাহারুলের বাড়িতে অভিযান, ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৫৮ পিএম
পুলিশের অভিযানে ভারতীয় মদ জব্দ। ছবি: রূপালী বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামে কুখ্যাত মাদক সম্রাট মাজাহারুলের বসতবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানটি গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী সীমান্তে কুখ্যাত মাদক সম্রাট মাজাহারুলের বাড়িতে অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বাড়ি তল্লাশি করে ৪৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, ‘মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এই অভিযানের পর তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’