ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৩:২৯ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ফোনালাপে শান্তিচুক্তি জোরদার করার জন্য দুই দেশের  প্রতি আহবান জানান ট্রাম্প।  

এর আগে সোমবার (১১ নভেম্বর) একটি স্থলমাইন বিস্ফোরণের অভিযোগের পর চুক্তিটি স্থগিত করে থাইল্যান্ড। এরপর বুধবার উভয় পক্ষ নতুন সংঘর্ষের অভিযোগ তুলেছে।  নমপেন (কম্বোডিয়া) জানিয়েছে ,  একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ফ্লোরিডা যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি উভয় দেশের নেতাদের সাথে কথা বলেছেন। এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের সাথে কথা বলছেন কিনা, তখন ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের হুমকি দিয়ে, আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম।’

তিনি আরও বলেন, ‘ওরা দারুন করছে। আমার মনে হয় ওরা ঠিক হয়ে যাবে।’

হোয়াইট হাউস জানিয়েছে, তিনি মালয়েশিয়ার সঙ্গেও যোগাযোগ করেছেন। মালয়েশিয়ার সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। 

এই গ্রীষ্মে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিনের যুদ্ধ শুরু হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ৪৩ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে শতাব্দী প্রাচীন এক বিরোধ রয়েছে, যা ফ্রান্সের উপনিবেশিক শাসনের সময়ের মানচিত্রের ওপর ভিত্তি করে। দুই দেশই কিছু সীমান্ত মন্দিরের মালিকানা দাবি করে আসছে।