সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, (ঢাকা-বগুড়া) মহাসড়কের চান্দাইকোনা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে অটোভ্যানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ্ ফতেহ আলী গাড়ীর ধাক্কায় নিহত হন অহিদুল ইসলাম এতে আহত হয় ৩ জন।
নিহত অহিদুল ইসলাম, বগুড়া জেলার সিমাবাড়ী ইউনিয়নের লাঙ্গল মোড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন