শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:৩৯ পিএম

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য আসাদের মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৬:৩৯ পিএম

মো. আসাদ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

মো. আসাদ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য মো. আসাদ হোসেন (৫৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে শনিবার ভোরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভুঁইয়াগাঁতী অভার ব্রিজের দক্ষিণ পাশে সংযোগ সড়ক না থাকায় গত কয়েক মাসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। একের পর এক দুর্ঘটনার জন্য তারা পল্লী বিদ্যুৎ অফিস ও উপজেলা প্রশাসনকে দায়ী করে বলেছেন, ‘আর কত প্রাণহানি হলে এই ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে?’

নিহত আসাদ হোসেনের মৃত্যুতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ শনিবার বিকেলে বাঁশাইল গ্রামের নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

Link copied!