সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধাবঞ্চিত হতদরিদ্র উপকারভোগী নারীদের মধ্যে বিতরণ করা হয়েছে ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির চাল। কিন্তু অভিযোগ উঠেছে, বিতরণ করা বেশিরভাগ বস্তাতেই ছিল পচা, দুর্গন্ধ ও পোকাযুক্ত চাল।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ধামাইনগর ইউনিয়নের উপকারভোগীর মধ্যে এসব চাল বিতরণ করা হয়। জানা যায়, ধামাইনগর ইউনিয়নের ২০২ জন উপকারভোগীর মধ্যে ভিডাব্লিউবি কর্মসূচির ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
কিন্তু অভিযোগ উঠেছে, বিতরণ করা চালের বেশিরভাগই ছিল পচা, দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা। এসব চাল নেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন উপকারভোগীরা।
শিবপুর গ্রামের খাদিজা, রেখা বেগম ও কুস্তা গ্রামের শিউলি খাতুনসহ একাধিক উপকারভোগী নারী বলেন, ‘গরিব মানুষের সঙ্গে এটা কেমন ব্যবহার! পচা আর পোকা ধরা চাল দেওয়া হয়েছে আমাদের। আমরা গরিব বলে কি মানুষ নই?’
গ্রাম পুলিশ ভুপেন মাহাতো জানান, বিতরণ করা চালের মধ্যে ১০-১২ বস্তা চাল এতটাই পচা যে কেউ নেয়নি।
ধামাইনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পলাশ বলেন, নতুন বস্তায় পুরোনো চাল দেওয়া হয়েছে। চালের মধ্যে বেশিরভাগই পচা ও দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা।
ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রাজেন পলাশও পচা চালের বিষয়টি স্বীকার করে বলেন, এবারের চালগুলো ভালো না।
চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তন্ময় বিশ্বাস বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। কীভাবে সেখানে পচা চাল বিতরণ করা হলো, পূজার ছুটির পরে সেটি তদন্ত করে দেখব।’
পচা-দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা চাল বিতরণের বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি শুনেছি তবে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’