ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৬:০৯ পিএম
জব্দকৃত ৯০টি গরু। ছবি : রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জ শহরে ৯০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের বিজিবি ক্যাম্পের পাশে সুরমা নদীতে গরুসহ একটি নৌকা জব্দ করা হয়। 

নৌকাভর্তি এসব ভারতীয় গরু জেলার দোয়ারাবাজার থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে সুনামগঞ্জে নিয়ে যাচ্ছিলেন চোরাকারবারিরা।

জব্দ হওয়া গরুর চালানের মূল্য প্রায় কোটি টাকা হবে বলে জানায় বিজিবি।

বৃহস্পতিবার (১ মে) সকালে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া মোস্তাফা সাংবাদিকদের উপস্থিতিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজিবি জানায়, গরুর চালান জেলা সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারের বোগলাবাজার থেকে স্থানীয় একটি চোরাকারবারিচক্র নৌকাযোগে সুনামগঞ্জে নিয়ে আসছিল। সেখান থেকে দেশের অন্যান্য স্থানে পাচারের পরিকল্পনা ছিল তাদের। 

এ ব্যাপারে সুনামগঞ্জ অঞ্চলের বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া মোস্তফা জানান, সুনামগঞ্জ-২৮ বিজিবি সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর নিচ থেকে নৌকাভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করা হয়।

তিনি বলেন, এগুলো জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠাব।

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, বিষয়টি জানার পর মোবাইল কোট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে।