বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:৪০ এএম

মাদকবিরোধী পোস্টের জেরে কলেজছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৯:৪০ এএম

মাদকবিরোধী পোস্টের জেরে কলেজছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ১

প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- সংগৃহীত

সুনামগঞ্জে ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়ার জেরে এক কলেজছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ মে) রাতে জামালগঞ্জ উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী সুনামগঞ্জ সদর মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।

থানার ওসি মো. আবুল কালাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, সোমবার (১৩ মে) সন্ধ্যায় মাদকসেবীদের উৎপাত সহ্য করতে না পেরে ‘সুনামগঞ্জ হেল্পলাইন’ নামক একটি ফেসবুক গ্রুপে মাদকবিরোধী পোস্ট করেন ওই কলেজছাত্রী। ওই পোস্টের পর মধ্যরাতে দুর্বৃত্তরা তার বসতঘরে অগ্নিসংযোগ করে। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের ২৬ নম্বর ঘরে আগুন দেওয়ায় ঘরের একটি অংশ পুড়ে যায়। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল ফেসবুকে মাদকবিরোধী অবস্থানের কারণে একজন শিক্ষার্থীর পরিবারের ওপর এমন হামলাকে ন্যক্কারজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

রূপালী বাংলাদেশ

Link copied!