সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় দাস (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী (১৩), যিনি সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এ ছাড়া নবীনগর এলাকার সজল ঘোষ (৫০) ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কেশবা প্রিয় ও সজল ঘোষ মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত প্রথমার বাবা প্রণয় দাস জানান, তার স্ত্রী ও মেয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে ভয়াবহ দুর্ঘটনায় তাদের জীবন শেষ হলো। পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।
শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে গতিরোধক স্থাপন ও কার্যকর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন