ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

সিলেটে জনতার হাতে আটক আ.লীগ নেতা

সিলেট ব্যুরো
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০১:৪৫ পিএম
আটক সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের সুবিদবাজারের লন্ডনী রোডের একটি বাসা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে বিএনপি ও স্থানীয় জনতা। 

মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে তাকে আটকের পর জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘স্থানীয় জনতার হাতে প্রদীপ রায়ের আটকের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।’

তিনি আরও বলেন, প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রদীপ রায়কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য দিরাই থানা থেকে একটি পুলিশ দল সিলেটের উদ্দেশে রওনা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রদীপ রায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহারের মাধ্যমে এলাকায় নানা অনিয়ম ও হয়রানির কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।