ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

চুরি হওয়া সাদা পাথর ফিরছে আগের স্থানে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:০৭ পিএম
সিলেটের সাদা পাথর লুটের আগের ও পরের দৃশ্য। ছবি- সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদা পাথর আবার আগের স্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন।

বুধবার (১৩ আগস্ট) রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে অবাধে লুটপাট চলে আসছিল। সম্প্রতি বেপরোয়া লুটের কারণে সাদা পাথর প্রায় শেষ হয়ে গেছে।

ঘটনাটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ গত সোমবার স্থগিত করেছে বিএনপি।