ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

লুট হওয়া সাদা পাথর আগের স্থানে ফিরিয়ে আনার নির্দেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৩:৪৯ পিএম
ছবি- সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, দুই মাসের মধ্যে পাথর লুটে জড়িতদের তালিকা আদালতে হলফনামা আকারে দাখিল করতে হবে। একইসঙ্গে সব পাথর যে স্থানে আছে, তা সাত দিনের মধ্যে আগের অবস্থানে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে, যাতে বুয়েটের একজন অধ্যাপক থাকবেন।

পর্যবেক্ষণ ও নজরদারির জন্য সব আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশও দিয়েছেন আদালত। পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত রুল জারি করেছেন যাতে প্রশাসনের উদাসীনতা ও সাদা পাথর সংরক্ষণে অবহেলার কারণে আইনগত ব্যবস্থা নেওয়া নিশ্চিত হয়।

এর আগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বিভিন্ন প্রতিবেদনসহ এই রিট আবেদন করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে পাথর লুট চলতে থাকে।

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র বর্তমানে লুটপাট ও বালুচরের কারণে ক্ষতবিক্ষত স্পটে পরিণত হয়েছে। এক বছরের মধ্যে আনুমানিক ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি।

স্থানীয়দের অভিযোগ, সাদা পাথর পর্যটনকেন্দ্রের ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা দিয়ে পাথর লুট হচ্ছে। প্রশাসনের উদাসীনতা ও সীমিত নজরদারির কারণে লুটপাট চলছেই।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘পাথর লুটকে কেন্দ্র করে ১৫টি মামলা হয়েছে। ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থায়ীভাবে লুটপাট ঠেকাতে বড় ধরনের অভিযান প্রয়োজন।’

এদিকে, বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও যৌথবাহিনী।

ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুনরায় সাদা পাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।

কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, পাথর লুটের ঘটনায় ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। যৌথবাহিনীর সহায়তায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধারকৃত পাথর পুনঃপ্রতিস্থাপন করা হয়।