দীর্ঘ আইনি জটিলতা শেষে নির্বাচিত হওয়ার চার বছর পর শপথ নিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির নেতা মো. আব্দুল মুমিন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এর আগে, গত বুধবার ইউনিয়ন পরিষদের ১০ সদস্যকে শপথ পাঠ করান বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জানা যায়, ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তবে আইনি জটিলতায় বালাগঞ্জ সদর ইউনিয়নের জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ স্থগিত হয়ে পড়ে।
সম্প্রতি জটিলতা শেষ হলে চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণের প্রক্রিয়া নেয় জেলা প্রশাসন।
তিনি বলেন, ‘গত ২০২১ সালের ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো জনতার ভোটে জয়লাভ করেন। তবে বিগত স্বৈরাচার সরকারের কিছু অনৈতিক কূটকৌশল ও ভোটপদ্ধতিতে হস্তক্ষেপের চেষ্টা শুরু হয়।
৪১ নম্বর বিত্তুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়। ফলে শুধু ওই কেন্দ্রের ভোট পুনর্নির্ধারণ করা হয় ২০২২ সালের ৩১ মার্চে। হাইকোর্ট নির্বাচনের আগের দিন এই পুনঃনির্বাচনের সিদ্ধান্ত স্থগিত করেন। কিন্তু ক্ষমতালোভীরা থেমে থাকেননি। তারা টাকা এবং সরকারি ক্ষমতা ব্যবহার করে স্থগিতাদেশকে স্থগিত করিয়ে দেন। নির্বাচন কমিশনকে ম্যানেজ করে ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য্য করা হয়।’
‘তবে দেরিতে হলেও স্থায়ীভাবে হয় এই সত্যকে প্রমাণ করে নির্বাচনের দুদিন আগেই মহামান্য হাইকোর্টের বিচারপতি কাশেফা হোসেইন এবং কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ আমাকে বিজয়ী চেয়ারম্যান হিসেবে আব্দুল মুমিনের নামে গ্যাজেট প্রকাশসহ দ্রুত সময়ের মধ্যে শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দেন।’
অবশেষে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আব্দুল মুমিন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন