সিলেট শহরের বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর দিক থেকে আম্বরখানার দিকে আসছিল একটি প্রাইভেটকার (প্রবক্স)। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রবক্স গাড়ির সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। ধাক্কায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনায় দুই চালকসহ তিনজন যাত্রী আহত হন। খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে যায়।
বিমানবন্দর থানার এএসআই সাদিকুর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি থানায় আনা হয়েছে, আহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।’
স্থানীয়রা ধারণা করছেন, অতিরিক্ত গতি ও সকালের কুয়াশা এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।
        
                            
                                    -20251103152018.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন