টাঙ্গাইলের গোপালপুরে চালকের গাফিলতিতে পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঝিনাই নদীতে পড়ে দুজন নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে সাতজন যাত্রী ছিলেন। গাড়িটির গায়ে ‘সুইড বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের স্টিকার লাগানো ছিল।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. নির্জয় জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত চলে যাওয়ায় তাদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, ২০১ গম্বুজ মসজিদের প্রায় ১০০ মিটার দক্ষিণে ঝিনাই নদীর ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে পর্যটকদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তারা আরও বলেন, চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। ধীরে পূর্বপাশ দিয়ে গাড়ি চালালে দুর্ঘটনা এড়ানো যেত, কিন্তু তাড়াহুড়ো করে পশ্চিম পাশের ভাঙা অংশ দিয়ে যেতে গিয়ে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়।
দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশ ঝুঁকিপূর্ণ থাকলেও এটিই প্রথম বড় দুর্ঘটনা বলে জানান এলাকাবাসী। তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে গেলে মাইক্রোবাসের চালক সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, “আপনি কিসের সাংবাদিক? এখান থেকে চলে যান।”
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন