শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৭:১৯ পিএম

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৭:১৯ পিএম

অপরাধচক্রের অন্যতম সদস্য নূর নবী। ছবি- রূপালী বাংলাদেশ

অপরাধচক্রের অন্যতম সদস্য নূর নবী। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী ও সিদ্ধিরগঞ্জের অপরাধচক্রের অন্যতম সদস্য নূর নবী (৩০) কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১১।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব–১১ এর অপস অফিসার গোলাম মোর্শেদ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটি হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব–১১ এর একটি বিশেষ দল। এ সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সে আটি হাউজিং এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে।

র‌্যাব আরও জানায়, নূর নবী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় সাহেব আলীর সন্ত্রাসী গ্রুপের হয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় জড়িত ছিল। কয়েক বছর ধরে সে সাহেব আলীর ডান হাত হিসেবে কাজ করে আসছিল এবং এলাকার বিভিন্ন অপরাধে সরাসরি নেতৃত্ব দিত।

এর আগে গত সপ্তাহে র‌্যাব–১১ এর অভিযানে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার হয় সাহেব আলী। ওই সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় তার সহযোগী নূর নবী। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার দুপুরে তাকে ধরতে সক্ষম হয় র‌্যাব।

নূর নবীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে। এর মধ্যে চাঁদাবাজি, নাশকতা, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

Link copied!