চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মস্থলে যোগ দিচ্ছেন সাইফুল ইসলাম।
রোববার (১৯ অক্টোবর) তিনি চট্টগ্রামে কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে, তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ছিলেন।
গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, “চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, উন্নয়ন ও প্রশাসনিক চ্যালেঞ্জ এখানে ভিন্ন মাত্রার। আমি চাইব, প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ড যেন জনগণের আস্থা ও অংশগ্রহণের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। উন্নয়ন, সেবা ও স্বচ্ছতা এই তিনটিকে কেন্দ্র করে কাজ করতে চাই। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সেবামুখী ও নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে বরিশাল বিভাগে যোগদানের মাধ্যমে সরকারি চাকরিজীবনের সূচনা করেন। তিনি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটে দায়িত্ব পালনের পর তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনমিক অ্যানালিস্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন