শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৩৬ পিএম

ফ্লাইট ডাইভার্ট: চট্টগ্রাম ও সিলেটে নামল ১১ যাত্রীবাহী উড়োজাহাজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৩৬ পিএম

চট্টগ্রাম ও সিলেটে নামল ১১ যাত্রীবাহী উড়োজাহাজ। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ও সিলেটে নামল ১১ যাত্রীবাহী উড়োজাহাজ। ছবি- সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত আটটি বিমান অবতরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, প্রথম পর্যায়ে ঢাকা থেকে চারটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।

বিকালের দিকে আরও চারটি ফ্লাইট- দুটি চট্টগ্রাম টু ঢাকাগামী অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

ওদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী আরও দুটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।

এর মধ্যে, বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে বিজি ৩৪০ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে যাত্রী রয়েছেন ৩৯৬ জন। এই ফ্লাইটের যাত্রীরা এখনো বিমানের ভেতর অবস্থান করছেন বলে জানা গেছে। তবে সিলেটের ১২ যাত্রী যার যার গন্তব্যে চলে গেছেন।

অপরদিকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে একটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে। এছাড়া সিলেট থেকে ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, আরও কোনো ফ্লাইট অবতরণ করলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পন্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এদিকে গন্তব্যে যাওয়া যাত্রীরাও অপেক্ষা করছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

রূপালী বাংলাদেশ

Link copied!