টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববাব (১৯ অক্টোবর) বেলা ১১টায় ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পুনর্বাসন এলাকায় এ মানববন্ধন করেন ছাত্র-জনতা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তারা জানান, ছাত্রদের হত্যা মামলার আসামি মাসুদ চেয়ারম্যান এলাকার পরিস্থিতি উত্তপ্ত করতে পলাতক থেকেও বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করছেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম, নিকরাইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহবুব আলম বেল্টু, ছাত্রদলের সভাপতি আল আমিন প্রামানিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন