ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

মধুপুরে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভা ও ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আচিক মিচিক সোসাইটির যৌথ সহযোগিতায় বেগম রোকেয়া দিবস-২০২৫ পালন করা হয়েছে।

মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং প্রমুখ।

অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, ডিজিটাল নিরাপত্তা, কন্যাশিশুর সুরক্ষা, আইনগত সহায়তা এবং সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা রোধে প্রশাসনসহ সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।

পরে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন ‘অদম্য নারী’কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নারী উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আচিক মিচিক সোসাইটি জানায়, নারীর প্রতি সহিংসতা রোধে নিয়মিত প্রচার-প্রচারণা, আইনি সহায়তা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।