গত বছর ছাত্র-জনতার উপর হামলাসহ একাধিক মামলার আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢোলারহাট বাজারে তার নিজস্ব কীটনাশক ও সারের দোকান থেকে তাকে আটক করে রুহিয়া থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি এ.কে.এম নাজমুল কাদের।
গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- ব্যবসায়ী শাহিরুল ইসলাম, ইউপি সদস্য কামিনী কুমার রায় ও আরও একজন।
ওসি নাজমুল কাদের জানান, ‘অখিল চন্দ্র রায়কে ধরতে দীর্ঘদিন ধরে পুলিশের অভিযান চলছিল। অবশেষে আজ দুপুর সাড়ে ১২টার দিকে তার দোকানে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রুহিয়া থানা থেকে সদর থানায় হস্তান্তর করা হয়।’
ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান সংবাদমাধ্যকে জানান, ‘অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও অন্যান্য একাধিক মামলা রয়েছে।’
আপনার মতামত লিখুন :