ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বালিয়াডাঙ্গীতে বিএনপির কাউন্সিলে সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৩:৩৩ এএম
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবুর রহমান।

তারা উভয়ে দীর্ঘদিন ধরে ওই উপজেলার নেতৃত্বে ছিলেন। গত ১২ জুলাই অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে তারা নতুন কমিটির একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিল ঘিরে হিংসাত্মক ও অশোভন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।