ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মো. দিপু হাসান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) রাত ১১টা থেকে রাত ১২টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের ভগতগাজী এলাকা থেকে দিপুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভগতগাজী এলাকার বাকুন্দা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার সহকারী ওসি (তদন্ত) মো. এমদাদ।
স্থানীয় সোর্সের তথ্য অনুযায়ী, মাদক ব্যবসায়ী মো. দিপু হাসান নিজ বাড়ির পাশের প্রায় ২০০ মিটার দূরে বাঁশঝাড়ের মধ্যে গোপন আস্তানা তৈরি করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। যৌথ বাহিনীর সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে ট্যাপেন্টেডল ট্যাবলেট উদ্ধার করে। পরে তার নিজ বাড়িতেও তল্লাশি চালানো হয়।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরসালিন তুরাগের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মাদক ব্যবসায়ী দিপু হাসানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
অভিযানের সময় দিপুর কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩টি বাটন মোবাইল, ২টি গ্রামীণফোন সিম ও ২ পিস ট্যাপেন্টেডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।