ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। বিষয়টি বুঝতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে।
বিজিবি জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ বাশালগাঁও বিওপির সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ এসব বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করে। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু। তারা সবাই সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলেন- মো. তবিবুর রহমান (৩৯), তার স্ত্রী শামীমা খাতুন (২৭) ও সন্তান আয়ান শেখ (৩), রেশমা খাতুন (৩৪), সুমাইয়া খাতুন (১৫), লামিয়া খাতুন (১০), সামিয়া খাতুন (৮), মো. আকতারুল ইসলাম (৩২), তার স্ত্রী আঁখি আক্তার (২৫), সন্তান তাজিম উদ্দিন (১০) ও আয়াত খাতুন (৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ৫-৬ বছর আগে জীবিকার সন্ধানে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে মুম্বাই শহরে চলে যান। সেখানে বসবাসের পর ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সীমান্তে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে পুশইন করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে, তারা বাংলাদেশের নাগরিক। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন