বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৬:০৪ পিএম

রাকসু নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৬:০৪ পিএম

রাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

রাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা স্লোগান দেন ‘সিন্ডিকেট না রাকসু, রাকসু রাকসু’, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘এক দফা এক দাবি, ১৫ তারিখে রাকসু দিবি’ ইত্যাদি।

নবাব আবদুল লতিফ হলের জিএস পদপ্রার্থী নুরুল ইসলাম শহীদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নির্দিষ্ট দলের প্রভাবে রাকসুর অগ্রযাত্রা ব্যাহত করছে।’

তিনি বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হোক। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা ১৫ তারিখেই নির্বাচনে অংশ নেব এবং ভোট দেব।’

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন,‘নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তারা একটি মাত্র দলের স্বার্থে কাজ করছে। শিক্ষার্থীদের অনুভূতিকে উপেক্ষা করে নির্বাচন পিছিয়েছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘২৮ তারিখ হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠী। ওই দিন নির্বাচন দিলে প্রায় ৩ হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী তাদের পারিবারিক উৎসব থেকে বঞ্চিত হবে। এটি শিক্ষার্থীদের ধর্মীয় আবেগকে উপেক্ষা করার সামিল।’

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি তুলে তিনি বলেন, ‘এখন ডিজিটাল যুগ। এক সপ্তাহের মধ্যেই নতুন শিক্ষার্থীদের হল অ্যাটাচমেন্ট ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। আমরা চাই অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ এবং নতুন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির মাধ্যমে ১৫ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হোক।’

উল্লেখ্য, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম রাকসু নির্বাচনের নতুন তারিখ হিসেবে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেন।

 

কিন্তু এই ঘোষণা দেওয়ার পরপরই ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।

Link copied!