বেতন-ভাতা বৃদ্ধি ও বাড়িভাড়া সমন্বয়সহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় বৃষ্টির মধ্যেই এই অনশন কর্মসূচি শুরু হয়।
এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি জানান, রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে- পদযাত্রা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সুযোগসন্ধানীরা আন্দোলনে প্রবেশ করতে পারে। এ কারণে আপাতত পদযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। তখন থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
গতকাল অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে শিক্ষকদের প্রতিনিধিদলের বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। বৈঠকের পর অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অভিযোগ করেন, ‘বিগত সময়ে দীপু মনি ও নওফেল যে পথে হেঁটেছেন, আবরার সাহেবও সেই একই পথে হাঁটছেন। শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা না বলে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।’
শিক্ষকরা ঘোষণা দিয়েছেন- বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন ও তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন