গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। এর মধ্যে ডাকসু, জাকসু ও চাকসুর পর সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনও সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। ফলাফলে দেখা যায়, কেন্দ্রীয় ছাত্র সংসদের মোট ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা।
এদিকে, নির্বাচন শেষে বিজয়ীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! দীর্ঘ ৩৫ বছর পর রাকসু প্রাণ ফিরে পেল। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই জিতে গেছে।’
তিনি নির্বাচিতদের উদ্দেশ্যে লেখেন, ‘যারা নির্বাচিত হয়েছে, তাদের মনে রাখতে হবে, পদ উপভোগের বিষয় নয়, এটা আমানত। দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাকসু দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম নয়। অতি-রাজনীতি যেন রাকসুর মূল উদ্দেশ্য ব্যাহত না করে।’
উপাচার্যের এমন বক্তব্য ছাত্ররাজনীতিতে দায়িত্বশীলতা ও ভারসাম্যের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।
নির্বাচিতদের তালিকা অনুযায়ী, ভিপি (সহসভাপতি) নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার। এজিএস (সহ-সাধারণ সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম সালমান সাব্বির।
বাকি পদগুলোর মধ্যে ক্রীড়া সম্পাদক হয়েছেন নার্গিস খাতুন এবং সহ-ক্রীড়া সম্পাদক আবু সাইদ মোহাম্মদ। সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম। মহিলা সম্পাদক হয়েছেন সাইয়্যেদা হাফসা এবং সহ-মহিলা সম্পাদক পদে জয় পেয়েছেন সামিয়া জাহান।
তথ্য ও গবেষণা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বি এন নাজমুস সাকিব এবং সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন সিফাত আবু সালেহ। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাহিদ ইসলাম এবং সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আসাদুল্লাহ। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন তোফায়েল আহমেদ তোফা এবং সহ-সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম।
বিতর্ক ও সাহিত্য সম্পাদক হয়েছেন ইমরান মিয়া লস্কর এবং সহ-সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মাসুদ এবং সহ-সম্পাদক হয়েছেন মাসুমা ইসলাম মুমু।
চারজন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মোহাম্মদ দীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াল হক কামালী, সুজন চন্দ্র এবং এবি এম খালেদ। সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন—সালাউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা এবং আকিল বিন তালেব।
এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি একটি সংগঠিত কাঠামোতে ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই ধারা টেকসই করতে হলে রাজনৈতিক সংযম ও অংশগ্রহণমূলক নেতৃত্বের বিকাশ নিশ্চিত করতে হবে—এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন