ঠাকুরগাঁওয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেনাবাহিনীসহ প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় বৈধ কাজপত্র না থাকার অভিযোগে ‘নিউ সূর্যের হাসি ক্লিনিক’ সিলগালা করা হয়েছে এবং ‘আমাদের হাসপাতাল’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ এবং হাজীপাড়া এলাকায় অবস্থিত ‘নিউ সূর্যের হাসি ক্লিনিক’-এ অভিযান পরিচালনা করে স্বাস্থ্য প্রশাসন।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে, উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. মো. ইফতেখায়রুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশ।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ‘আমাদের হাসপাতাল’-এর লাইসেন্স দীর্ঘদিন হালনাগাদ করা হয়নি। এ ছাড়া অপারেশনের সময় অজ্ঞান করার জন্য অনুমোদিত চিকিৎসক না ডাকায় অন্য ডাক্তার দিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। অপারেশন কক্ষের মানও অনাকাঙ্ক্ষিত।
অন্যদিকে, ‘নিউ সূর্যের হাসি ক্লিনিক’ সম্পূর্ণ অনুমোদন ছাড়াই অন্যের প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছিল, যা সম্পূর্ণ অবৈধ। তাই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ‘আমাদের হাসপাতাল’-এর কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তিন দিনের সময় দেওয়া হয়েছে রোগীদের স্থানান্তর করার জন্য। তিন দিনের মধ্যে যদি শর্ত পূরণ না হয়, তবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে।
তিনি আরও বলেন, ‘আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীরা যেন কোনোপ্রকার হয়রানি বা ক্ষতির মুখে না পড়ে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন