ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঝাড়ফুঁকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:১৩ পিএম
মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা আঙিনায়। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সঙ্গিতা রায় উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। সে লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম বলেন, ‘মাথার উপরভাগে সাপের কামড় ছিল। দেরিতে হাসপাতালে আনার কারণে চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘পরিবার প্রায় পাঁচ ঘণ্টা স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁকে সময় নষ্ট করে ফেলেছে। দ্রুত হাসপাতালে আনা হলে মেয়েটিকে হয়তো বাঁচানো সম্ভব হতো।’

সঙ্গিতার চাচা সাতানু সিংহ জানান, ‘ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় সঙ্গিতাকে। মাথায় কামড়ানো হওয়ায় প্রথমে আমরা বুঝতেই পারিনি কী হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাই। সেখানে বিষ নামানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। সকাল ৯টার দিকে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের ৫ম তলায় তোলার সময়ই সে মারা যায়।’

তিনি আরও জানান, দুপুর ২টায় সঙ্গিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এ ঘটনার বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হুদা কিছু জানেন না বলে জানিয়েছেন।